ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

ছাগলনাইয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪

প্রকাশিত : ২১:৫১, ১৪ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ফেনীর ছাগলনাইয়া ঊপজেলায় ডাকাতি প্রস্তুতিকালে ৪ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি আটককৃরা সবাই পেশাদার ডাকাত। সোমবার ভোরে উপজেলার উত্তর কুহুমা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার বাশঁপাড়া গ্রামের সরকার বাড়ীর আবু আহম্মদের ছেলে রমজান হোসেন ওরফে নিশান (২০), মাটিয়াগোধা গ্রামের আবদুল বারেকের ছেলে মো. হানিফ ওরফে বোমা হানিফ, একই গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে আবুল কালাম (৪০) এবং পূর্ব দেবপুর গ্রামের মৃত মীর হোসেনের ছেলে আবদুল হান্নান (৩২)।

ছাগলনাইয়া থানার ওসি এমএম মুর্শেদ পিপিএম জানান, উত্তর কুহুমা গ্রামের আবদুস সোবহান আমিনের বাড়ীর পশ্চিম পাশে বসে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন সংবাদে ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ।

ব্রিজের ওপর থেকে চার ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। তাদের প্রত্যেকের নামে থানায় একাধিক চুরি, ডাকাতির মামলা রয়েছে বলে জানান ওসি। তাদের কাছে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এস আই মো. ইয়াছির  আরাফাত বাদী হয়ে তাদের নামে ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করেন। এ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে ফেনীর আদালতের মাধ্যমে সোমবার জেল হাজতে পাঠানো হয়।

কেআই/ এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি