ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ছাত্র-শ্রমিক সংঘর্ষ: দিনাজপুরে লাগাতার পরিবহন ধর্মঘট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪১, ২৩ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

দিনাজপুরে বুধবার রাত থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছাত্রদের ভাঙচুরে ক্ষতিগ্রস্ত যানবাহনের ক্ষতিপূরণ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে। ফলে সারাদেশের সঙ্গে দিনাজপুরের যান চলাচল বন্ধ রয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের একটি বাস শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল অতিক্রম করছিল। এ সময় সাইড দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়।এতে পাঁচজন শিক্ষার্থী আহত হন।

এ সময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা দুটি বাসে অগ্নিসংযোগসহ কয়েকটি গাড়ি ভাংচুর করে। সংঘর্ষের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে ছাত্ররা তাদের ধাওয়া করে। পরবর্তীতে পুলিশের সহায়তায় তারা আগুন নেভায়।

দাবি মেনে না নেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন, দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি