ঢাকা, শনিবার   ০৮ নভেম্বর ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ড. ইমদাদুল হক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০১, ১ জুন ২০২১

Ekushey Television Ltd.

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের ডীন ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইমদাদুল হক। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আবদুল হামিদের অনুমোদনক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত আজ এ সংক্রান্ত এক চিঠিতে উল্লেখ করা হয়, ড. ইমদাদুল হককে চার বছরের জন্য এই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।

উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

এসি
 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি