ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিক কর্মকাণ্ড গড়ে তোলার আহ্বান

প্রকাশিত : ১৮:২৭, ১১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:২৭, ১১ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

জঙ্গিবাদ প্রতিরোধে স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের সাথে নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ মাঠে শিক্ষক সমাবেশ থেকে শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোরও পরামর্শ দিয়েছেন তিনি। জঙ্গিবাদ প্রতিরোধে ‘শিক্ষার উন্নত পরিবেশ, জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক শিক্ষক সমাবেশে যোগ দেন শিক্ষামন্ত্রী। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের আয়োজনে সমাবেশে অংশ নেন বিভিন্ন জেলা ও উপজেলার স্কুল-কলেজের শিক্ষকরা। জঙ্গিবাদ মোকাবেলায় বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন তারা। দেশকে সমৃদ্ধ ও উন্নত বিশ্বের দেশগুলোর আদলে গড়ে তুলতে শিক্ষার্থীদের বিপথ থেকে ফেরানোর পরামর্শ দেন বিশিষ্ঠজনেরা । শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বমানের শিক্ষা ছাড়া গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের চিন্তা-চেতনায় পরিবর্তন আনা সম্ভব নয়। জঙ্গিবাদ নির্মূলে শিক্ষকদের পাশাপাশি পরিবারকেও সজাগ থাকার পরামর্শ দেন মন্ত্রী। জঙ্গিবাদের কুফল সম্পর্কে সবসময় শিক্ষার্থীদের সচেতন করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি