ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

জঙ্গিবাদের উত্থান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা:

প্রকাশিত : ১৯:২৮, ৩ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, জঙ্গি সন্ত্রাসের উত্থান কিন্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়েছিল। কোন মাদ্রাসায় কোন জায়গায় এই জঙ্গি সন্ত্রাসের বীজ বোপন করতে পারেনি, পেরেছে শুধু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। 

মাদ্রাসায় আলেমদের শিক্ষা দেওয়া হয়। সেখানে কোন জঙ্গি সন্ত্রাসদের শিক্ষা দেওয়া হয় না। আমি সব সময় বলে আসছি, জোর গলায় বলে আসছি। এটা আমি মানি, আর বিশ্বাস করি বলেই আজ আমরা জঙ্গি সন্ত্রাস দমন করতে পেরেছি। 

তিনি আরো বলেন, আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ার একটি এ্যাপসের মাধ্যমে আত্মহত্যার জন্য উদ্ভুদ্ধ করছে। ভুত পেত্নি হয়ে না কি সবার সাথে আলাপ আলোচনা করে। তাই সোশ্যাল মিডিয়ার ভাল দিকটা আমাদের গ্রহণ করতে হবে ও সাবধানে পদক্ষেপ নিতে হবে।

বৃহস্পতিবার ঢাকার দোহার উপজেলার সরকারি পদ্মা কলেজের বার্ষিক ক্রীড়া ও একাডেমিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষনা করেছেন। মাদক আমরা তৈরি করি না। পাশ্ববর্তী দেশের ইয়াবায় আমাদের দেশ সয়লাভ হয়ে গিয়েছে। আমাদের মেধা পথ হারিয়ে ফেলেছে। তাই আইনশৃঙ্খল বাহিনী মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে। যারা মাদকের সাথে জড়িত তারা এ পথ থেকে ফিরে আস। মাদকের কুফল ছাড়া সুফল কিছুই নেই। এর শেষ গন্তব্যস্থল হলো পৃথিবী থেকে বিদায়। যারা মাদকের সাথে জড়িত তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কি চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি চান? আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ। সেই বাংলাদেশ যার জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি, যে বাংলাদেশ আমরা হ্নদয়ে ধারন করেছি। যে বাংলাদেশের জন্য আমাদের ত্রিশ লক্ষ লোক শাহাদাৎ বরণ করেছে। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই। ভবিষ্য প্রজন্মের জন্য আমরা সম্ভবনাময়ী বাংলাদেশ দিয়ে যেতে চাই। তাই শিক্ষার উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

দোহার-নবাবগঞ্জ ঢাকা -১ আসনের সাংসদ সালমান এফ রহমানের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সালমান এফ রহমান প্রধানমন্ত্রী সাথে থেকে এই এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছে। আপনারা একজন যোগ্য মানুষকেই এমপি হিসেবে পেয়েছে। 

বিদ্যুতের ব্যাপারে মন্ত্রী বলেন, আমাদের এই মুহুর্ত্বে বিদ্যুতের ঘাটতি নেই। আমাদের যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে তা পর্যাপ্ত। তবে আমি যত টুকু জানি মেকানিক্যাল ফল্টের মাঝে মাঝে বিদ্যুতের ঘাটতি দেখা যাচ্ছে। আমাদের সঞ্চালন লাইনগুলো যে ডিজাইন করা হয়েছিল যতটুকু বিদ্যুৎ সরবরাহের জন্য, তার চেয়ে এখন বিদ্যুৎ বেশি সরবরাহ হচ্ছে। সে জন্য মাঝে মাঝেই এধরনের যান্ত্রিক গোলযোগে সৃষ্টি হচ্ছে। তবে আমাদের বিদ্যুতের কোন ঘাটতি নেই।

অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পদক ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশন ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান। গেস্ট অব অনার ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের ধর্ম ও স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব:) অধ্যাপক ডা.এ.আর খান।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ডা, আব্দুর রহমান পাখি, সহ-সাধারণ সম্পাদক এ্যাড. এ.কে.এম আজিজুর রহামন (বাবুল), প্রতিষ্ঠাতা সদস্য এম.এ রহিম, মুকসুদপুর ইউপি চেয়ারম্যান ও দাতা সদস্য অধ্যাপক এম.এ হান্নান খান ও ইঞ্জি. আফসারুজ্জামান খান, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জালাল হোসেন প্রমূখ।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি