ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

জটিল মামলার রহস্য উন্মোচনে পিবিআই’র গল্প (ভিডিও)

আহম্মদ বাবু, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৬, ৬ মার্চ ২০২৩

প্রতিষ্ঠার ৬ বছরে সগিরা মোর্শেদ হত্যার মত জটিল মামলাসহ ১ লাখ ৩৬ হাজারের বেশি মামলার তদন্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই। এসব মামলা তদন্তে উঠে এসেছে নানা চাঞ্চল্যকর তথ্য। অনেক আত্মহত্যার রহস্য উন্মোচিত হয়েছে হত্যাকাণ্ড হিসেবে। 

১৯৮৯ সালের ২৫ জুলাই রাজধানীতে ভিকারুননিসা স্কুলের সামনে গুলি করে হত্যা করা হয় সগিরা মোর্শেদকে। এরপর মন্টু নামে এক ছিনতাইকারীকে আসামি করে অভিযাগপত্র দেয় গোয়েন্দা পুলিশ।

আদালতে প্রশ্ন উঠে, মোটরসাইকেলে দুই ব্যক্তি এসে সগিরাকে গুলি করে হত্যা করে। তাহলে অভিযোগপত্রে কেন একজন? ২০১৯ সালে তাই মামলাটির অধিকতর তদন্তে পিবিআইকে নির্দেশ দেয় আদালত। চারমাস তদন্ত করে সংস্থাটি জানতে পারে, পারিবারিক কলহের জেরে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করা হয় সগিরা মোর্শেদকে। 

একইভাবে গাবতলীতে ট্যাংকের ভেতরে তরুণীর লাশ, নেত্রকোনার শ্যামল হত্যা আর আত্মহত্যাসহ অনেক মামলার রহস্য উন্মোচন করেছে পিবিআই। 

পিবিআই অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার বলেন, “আমরা রেকর্ড গড়েছি ভিকারুননেসার সামনে সগিরা মোর্শেদ হত্যা মামলা। এটি ছিল সবচেয়ে পুরনো। এর আগে শ্যামলা হত্যা, অনেক পুরনো মামলাও রয়েছে। সবাই মনে করে, আমরা উন্মোচন করতে পারবো। এটাই আমাদের সফলতা।”

জটিল মামলাগুলো নিয়ে কর্মশালা করে তদন্ত কর্মকর্তাকে সাহায্য করা হয়। একইসঙ্গে তদবির ছাড়াই যেকোন জটিল মামলা তদন্ত শেষ করা হচ্ছে বলে জানান পিবিআই প্রধান।

বনজ কুমার মজুমদার বলেন, “আমরা যে প্রশ্নগুলো রাখি সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেন পিবিআই তদন্তকারী কর্মকর্তারা। এভাবেই জটিল মামলার রহস্য উদ্ঘাটন হয়। রহস্য উদঘাটন করাই আমাদের মূল কাজ নয়, ডকুমেন্টগুলো যাতে ঠিকমতো হয় সেই চেষ্টাও থাকে।”

অনেক হত্যা মামলায় দীর্ঘদিন চেষ্টা করার পরও রহস্যের জট খুলতে না পারায় আক্ষেপও জানান পিবিআই প্রধান।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি