ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

জনজীবন গ্রীষ্মের দাবদাহে অতিষ্ঠ সেই সঙ্গে চলছে ঘন ঘন লোডশেডিং

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৫, ২৪ মে ২০১৭ | আপডেট: ১৫:২৮, ২৪ মে ২০১৭

Ekushey Television Ltd.

গ্রীষ্মের দাবদাহে অতিষ্ঠ জনজীবন। সেই সঙ্গে গ্রামাঞ্চল এবং মফস্বল শহরে চলছে ঘন ঘন লোডশেডিং। এতে ভোগান্তি বাড়ছে মানুষের। ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ব্যহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা।
ভ্যাপসা গরমে দুর্বিসহ হয়ে পড়েছে নওগাঁর শ্রমজীবী মানুষের জীবন। বাসা-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান- সবখানে একই চিত্র।
এ’ অবস্থায় বেড়েছে লোডশেডিংও। বিদ্যুতের অভাবে ব্যহত হচ্ছে কল-কারখানার উৎপাদন। রমজান ও ঈদ সামনে রেখে তাই হতাশায় ভুগছেন ব্যবসায়ীরা।
বিদ্যুত বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নওগাঁ জেলায় প্রতিদিন প্রায় দেড়শ’ মেগাওয়াট চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে মাত্র ৭০ থেকে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ।
ঘন ঘন লোডশেডিংয়ে অতীষ্ঠ মাদারীপুরের মানুষ। এ’ অবস্থা থেকে পরিত্রাণ চায় তারা।
তবে, রোজার আগেই লোডশেডিং কমবে বলে জানালেন বিদ্যুতের এই কর্মকর্তা।
সিংক: মো. কাওসার আলী হাওলাদার, নির্বাহী প্রকৌশলী, ওজোপাডিকো, মাদারীপুর
প্রচণ্ড গরমের এই সময়ে রাজবাড়ীতেও ঘন ঘন লোডশেডিং হচ্ছে। দিন ও রাতের বেশির ভাগ সময়ই থাকছে না বিদ্যুৎ।
বিদ্যুতের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়িরাও। বিঘœ ঘটছে শিক্ষার্থীদের পড়াশোনায়।
বিদ্যুত বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, রাজবাড়ীতে ২০-২২ মেগাওয়াট চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে ৮ থেকে ৯ মেগাওয়াট বিদ্যুৎ।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি