জলবায়ু ঝুঁকিতে দেশের ১৩ কোটি মানুষ: বিশ্বব্যাংক
প্রকাশিত : ১৬:১১, ৩০ জুন ২০১৮ | আপডেট: ১৬:১৩, ৩০ জুন ২০১৮

বাংলাদেশের ১৩ কোটি মানুষ জলবায়ু ঝুঁকিতে রয়েছে।দিনে দিনে এ ঝুঁকি আরো বাড়ছে। ঝুঁকি এভাবে বাড়তে থাকলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় সবথেকে বেশি অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবে। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ আশঙ্কার কথা উঠে এসেছে।
গত ২০১৬ সালের পরিসংখ্যানে বাংলাদেশকে ১৬ কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশ ধরে বৃহস্পতিবার প্রকাশিত ‘সাউথ এশিয়াস হটস্পটস’ শীর্ষক প্রতিবেদনে আরো বলা হয়েছে, বাংলাদেশের এ ঝুঁকির মধ্যে থাকা এলাকাগুলোতে মাথাপিছু জিডিপি এখনকার তুলনায় ১৪.৪ শতাংশ কমে যাবে। জিডিপিতে ওই ক্ষতির আর্থিক পরিমাণ হবে ১৭১ বিলিয়ন ডলারের মত, বাংলাদেশি টাকায় যা ১৪লাখ ৩১ হাজার কোটি টাকারও বেশি।
প্রতিবেদন অনুযায়ী, গ্রিন হাউজ গ্যাস নিঃসরণের পরিমাণ এক্ষুণি কমিয়ে আনা না গেলে ক্ষতির মুখে পড়তে হবে দক্ষিণ এশিয়ার ছয় দেশের ৮০ কোটি মানুষকে। আর সামষ্টিকভাবে ক্ষতি কমিয়ে আনার কিছু পদক্ষেপ নেওয়া হলে ঝুঁকির মুখে থাকা মানুষের সংখ্যা কমে হবে সাড়ে ৩৭ কোটি। ক্ষতির শীর্ষে থাকবে বাংলাদেশ। গড় তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকায় এবং বৃষ্টিপাতের বর্ষা ঋতুর আচরণ বদলে যাওয়ায় বাংলাদেশের নিচু ও উপকূলীয় এলাকা এবং মালদ্বীপ আরও বেশি বন্যা ও ঘূর্ণিঝড়ের ঝুঁকির মধ্যে পড়ছে। বৈজ্ঞানিক গবেষণাগুলো বলছে, আগামীতে এ ধরনের দুর্যোগ আরও শক্তিশালী হয়ে আবির্ভূত হবে।
আরকে//
আরও পড়ুন