জাতির জনকের দুটি স্বপ্নের একটি পূরণ হয়েছে: তোফায়েল
প্রকাশিত : ১১:২৩, ২৮ অক্টোবর ২০১৮ | আপডেট: ১২:৩৫, ২৮ অক্টোবর ২০১৮

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জাতির জনকের দুটি স্বপ্ন ছিল। একটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা অন্যটি হচ্ছে অর্থনৈতিক মুক্তি। বঙ্গবন্ধুর একটি স্বপ্ন তাঁর জীবদ্দশায় পূর্ণ হয়েছে। সেটি হচ্ছে স্বাধীনতা।
আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিসিসি অব কমার্স ইন্ডাস্ট্রি আয়োজিত ডিসনেশন বাংলাদেশ শীর্ষক সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার স্বপ্ন পূরণ করে গেছেন। আর বাঙালির অর্থনৈতিক মুক্তির স্বপ্ন পূরণ করেছেন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে দেশের রেমিটেন্স আয় বর্তমানে ১৫ মিলিয়ন ডলার। ২০ হাজারের মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। জিডিপির প্রবৃদ্দি ৭ দশমিক ৮ শতাংশ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কয়েকগুণ বেড়েছে। সরকারের ধারাবাহিকতা বজায় থাকায় এটা সম্ভব হয়েছে।
তোফায়েল আহমেদ বলেন, আজকে বহির্বিশ্বে গেলে বাংলাদেশের প্রশংসা শুনি। বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট বলেছেন, সময় এখন বাংলাদেশের। বিশ্ব নেতারা বলছেন বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়। এসময় সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশনারী নেতৃত্বে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
/ এআর /
আরও পড়ুন