ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

‘জাতির পিতা মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য স্বাধীনতা দিয়েছেন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৫, ৮ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৬:৫১, ৮ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের ভাগ্য পরবির্তনের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা দিয়ে গেছেন। তিনি জাতির কল্যানে কাজ করে গেছেন। তার স্বপ্নকে বাস্তব রুপ দিতে আমরা কাজ করে যাচ্ছি।

বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজের সুবর্ণ উৎসব ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। আজ সোমবার তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দক্ষিণ অঞ্চলের উন্নয়নে কাজ করে যাচ্ছি। এই অঞ্চলের উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, আজ বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। আমরা কর্মসংস্থান তৈরি করছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, আমরা শুধু, নৌপথ, স্থলপথ, রেলপথ বা আকাশ পথের উন্নয়ন করি নাই। এছাড়াও আমরা তথ্য প্রযুক্তির উন্নয়ন করেছি।

তিনি আরও বলেন, বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ। বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার উন্নত দেশ। জাতির পিতার স্বপ্ন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ গড়বো।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি