ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

‘জাতির পিতার কন্যার সাথে কাজ করতে পারা সৌভাগ্যের ব্যাপার’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৮, ২৯ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ২৩:৩৫, ২৯ সেপ্টেম্বর ২০২০

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘সরাসরি জাতির পিতার কন্যার সাথে একই মন্ত্রী পরিষদে থেকে কাজ করতে পারাটা বিরাট সৌভাগ্যের বিষয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কারিশমাটিক নেতৃত্বের কারণে কেবল বাংলাদেশেই নয়, গোটা বিশ্বেই সমাদৃত হয়েছেন।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব আমাদের বাংলাদেশকে নিম্ন আয়ের দেশ থেকে এখন মধ্য আয়ের দেশে পরিনত করেছে।’

তিনি বলেন, ‘করোনার মহামারীতে বিশ্ব যখন টালমাটাল অবস্থায় নিমজ্জিত তিনি (প্রধানমন্ত্রী) তখনও বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন।তাঁর সঠিক নেতৃত্বগুনেই বাংলাদেশ এই করোনায় ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে।’

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবগণ,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নিযুক্ত বিভিন্ন অধিদপ্তরের মহা পরিচালকগণ,পরিচালকগণ সহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এসময় সভায় উপস্থিত ছিলেন।

টিআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি