ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ০০:০১, ২৯ সেপ্টেম্বর ২০২০

রাজশাহীতে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে পৃথকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে। 

দিনটি উপলক্ষে বেলা ১১টার দিকে নগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে প্রধানমন্ত্রী জীবনীর উপর আলোচনা সভা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এসময় নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাবেক সহ-সভাপতি শাহীন আক্তার রেনীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে নগরীর রানীবাজার অলোকার মোড়ে অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা,দেয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মেরাজ উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা, সংরক্ষিত নারী আসনের এমপি আবিদা আঞ্জুম মিতা, যুগ্ম-সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন লাবলুসহ নেতৃবৃন্দ।
কেআই//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি