ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৯, ১০ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১২:৫০, ১০ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। সোমবার সকাল থেকে এ বরাদ্দ শুরু হয়েছে। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বেলা ১১টায় ঢাকার ১৫টি আসনের প্রার্থীদের নির্বাচনী প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে সারা দেশে এ কার্যক্রম শুরু হয়।

প্রতীক বরাদ্দের পরই প্রচার উৎসবে নেমে পড়েন প্রার্থীরা। তবে প্রচারের সময় যাতে আচরণ বিধিমালা লঙ্ঘন না হয়, সে জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছে ইসি।

ঢাকা বিভাগীয় কমিশনার কেএম আলী আজম প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ আসনের প্রার্থীদের এ কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী-আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল গত ২৮ নভেম্বর। তিন হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে রাজনৈতিক দলগুলো থেকে জমা পড়ে দুই হাজার ৫৬৭টি ও স্বতন্ত্র প্রার্থীদের ৪৯৮টি মনোনয়নপত্র।

রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে যাদের মনোনয়ন বাতিল হয়েছিল, পরে তাদের মধ্যে ২৪৩ জন প্রার্থিতা ফিরে পান। তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার প্রার্থিতা এখনও ফেরত পাননি। দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় তিন আসনেই তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।

প্রার্থিতা ফিরে পেতে তিনি হাইকোর্টে রিট করেছেন রোববার। আজ সোমবার এ নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি