জাতীয় শোক দিবস উপলক্ষ্যে টেন হ্যান্ডসের সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ২২:৫২, ১ সেপ্টেম্বর ২০১৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে টেন হ্যান্ডস মিউচুয়াল ফান্ডের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (৩১ আগস্ট, ২০১৯) রাজধানীর ডেমরার কোনাপাড়ায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লা।
প্রধান আলোচক ছিলেন ডেমরা থানার আ্ওয়ামী লীগের সাধারন সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল। সভাপতিত্ব করেন হানিফ তালুকদার। বক্তারা বঙ্গবন্ধুর বর্নাঢ্য কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং ১৫ আগস্টে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও সকলের মাগফেরাত কামনা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন টেন হ্যান্ডস মিউচুয়াল ফান্ডের সভাপতি এ কে এম আমানুল করিম সোহাগ এবং সাধারণ সম্পাদক মোঃ হিমেল। অনুষ্ঠানে টেন হ্যান্ডস মিউচুয়াল ফান্ডের সর্বস্তরের কর্মকতা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন