ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

জাপানি দুই শিশু ২৩ জানুয়ারি পর্যন্ত থাকবে মায়ের কাছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৩, ৩ জানুয়ারি ২০২২

জাপানি দুই শিশু ২৩ জানুয়ারি পর্যন্ত তাদের মা নাকানো এরিকোর সাথে রাজধানীর বারিধারার হোটেলটিতে থাকবে। 

সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদেশে বলা হয়, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে যেকোন সময় শিশুদের সাথে তাদের বাংলাদেশী বাবা ইমরান শরীফ দেখা করতে পারবেন। 

আর এই সময়ের মধ্যে শিশুদের মাকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল দায়ের করতে বলা হয়েছে। 

আর ২৪ জানুয়ারি পরবর্তী আদেশ দেবেন আপিল বিভাগ। 

আদালতে জাপানি মায়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। বাংলাদেশি বাবা ইমরান শরীফের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার মারুফুল ইসলাম।

গত ৫ ডিসেম্বর দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিজের জিম্মায় নিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন জাপানি মা নাকানো এরিকো।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি