ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

জাফর ইকবালের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২০, ৩ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

প্রখ্যাত শিক্ষক ও লেখক অধ্যাপক ড. জাফর ইকবালের শারীরিক পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, শিগগিরই হামলার পরিকল্পনাকারীসহ দোষীদের খোঁজে বের করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় প্রধানমন্ত্রী নিন্দা জানিয়েছেন। শুধু তাই নয়, প্রকৃত দোষীদের খোঁজে বের করতে দ্রুত পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

উল্লেখ্য, শনিবার বিকেল ৫টার দিকে শাবি ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে ওঠার সময় এক তরুণ ছুরি নিয়ে তার ওপর হামলা চালায়। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ড. মুহম্মদ জাফর ইকবালকে ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, জাফর ইকবাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক এবং তড়িৎ কৌশল বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি