জাফরুল্লাহর বিরুদ্ধে চুরির মামলা
প্রকাশিত : ১১:৪৫, ২২ অক্টোবর ২০১৮ | আপডেট: ১২:৩৩, ২২ অক্টোবর ২০১৮

এবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। দুটি চাঁদাবাজির মামলার পর আশুলিয়া থানায় তার বিরুদ্ধে নতুন এই মামলা দায়ের করা হলো।
মামলার বাদী রাজধানীর আদাবরের বাসিন্দা যুক্তরাষ্ট্রপ্রবাসী সৈয়দ সেলিম আহমেদ (৬১)। অনধিকার প্রবেশ, চুরি, ভাঙচুর, ক্ষয়ক্ষতি, হুমকির অভিযোগে মামলাটি দায়ের করা হয়। এতে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে করা হয়েছে হুকুমের শীর্ষ আসামি।
এর আগে আশুলিয়ায় জমি দখলের চেষ্টা, ভাঙচুরের অভিযোগে জাফরুল্লার বিরুদ্ধে দুটি মামলা করা হয়। গতকাল রোববার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চে জামিন প্রার্থনা করলে তার আগাম জামিন মঞ্জুর করা হয়।
এসএ/
আরও পড়ুন