ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

জাবালে নূরের মালিকসহ ৬ জনের বিরুদ্ধে চার্জগঠন ২৫ অক্টোবর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫২, ২২ অক্টোবর ২০১৮

রাজধানীর বনানী-এয়ারপোর্ট সড়কে হোটেল র‌্যাডিসনের বিপরীতে দুই বাসের পাল্লায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় জাবালে নূর মালিকসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। তাদের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েস মামলাটির চার্জশিট আমলে নিয়ে চার্জগঠনের শুনানি এ দিন ধার্য করেন।

যাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে তারা হলেন- জাবালে নূরের মালিক মো. শাহদাত হোসেন আকন্দ (৬০), চালক মাসুম বিল্লাহ (৩০), হেল্পার মো. এনায়েত হোসেন (৩৮) ও চালক মো. জোবায়ের সুমন (৩৬) এবং বাস মালিক মো. জাহাঙ্গীর আলম (৪৫) ও হেল্পার মো. আসাদ কাজী (৪৫)। আসামিদের মধ্যে শেষের ২ জন পলাতক।

এর আগে গত ৬ সেপ্টেম্বর বাংলাদেশ দণ্ডবিধির ২৭৯, ৩২৩, ৩২৫, ৩০৪ ও ৩৪ ধারায় আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশ উত্তর ক্যান্টনমেন্ট জোনাল টিমের ইন্সপেক্টর কাজী শরীফুল ইসলাম।

চার্জশিটের ধারাগুলোর মধ্যে ৩০৪ ধারার খুন বলে গণ্য নয় এরূপ দণ্ডনীয় নরহত্যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।

গত ২৯ জুলাই বেপরোয়া গতিতে জাবালে নূর পরিবহনের একটি বাস হোটেল র‌্যাডিসনের বিপরীতে জিল্লুর রহমান ফ্লাইওভারের পাশে রাস্তায় অপেক্ষারত শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ১৪-১৫ জন ছাত্র-ছাত্রীর ওপর উঠিয়ে দিয়ে চালক পালিয়ে যান।

এ দুর্ঘটনায় একাদশ শ্রেণীর ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্র আব্দুল করিম রাজীব নিহত হয়। এছাড়া গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় ওই কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র সোহেল রানা, দ্বিতীয় বর্ষের ছাত্র ইমরান চৌধুরী, মেহেদী হাসান জিসান, রাহাত, সজিব, জয়ন্তি, প্রথম বর্ষের ছাত্রী রুবাইয়া, এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী তৃপ্তাসহ আরো কয়েকজন। ওই ঘটনায় সেদিন রাতেই ক্যান্টনমেন্ট থানায় এ মামলা দায়ের করেন নিহত দিয়া খানম মিমের বাবা জাহাঙ্গীর আলম।

২৯ জুলাই দিবাগত রাতে ক্যান্টনমেন্ট থানায় নিহত একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিমের বাবা জাহাঙ্গীর আলম এ মামলা দায়ের করেন।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি