ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

জামালপুরে জনপ্রিয় হচ্ছে কলা চাষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৯, ২৭ সেপ্টেম্বর ২০১৮

জামালপুরে জনপ্রিয় হচ্ছে কলা চাষ। ধানের চেয়ে বেশি লাভ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত না হওয়ার সম্ভাবনা থেকেই কলা চাষে আগ্রহ বাড়ছে চাষীদের। গত কয়েক বছর ধরে আবহাওয়া অনুকূলে থাকায় কলা চাষে বাম্পার ফলনে সন্তুষ্ট চাষীরা।

জামালপুর জেলার ৭ উপজেলায় প্রায় ২ হাজার হেক্টর জমিতে কলা চাষ হয়েছে।

শবরি, সাগর, চাম্পা, চিনি চাম্পা, আনাজি কলা ছাড়াও বিভিন্ন কলা চাষের জন্য খুবই উপযোগী জামালপুরের মাটি। এখানে বাড়ির আঙ্গিনাসহ কৃষিক্ষেতে বানিজ্যিকভাবে চাষ হচ্ছে কলা। প্রতি বিঘায় মাত্র ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ করে ৮০ হাজার টাকা মূল্যের কলা উৎপাদন করা যায় ।

বন্যায় ধান নষ্ট হলেও কলার ক্ষেত্রে সেই ঝু^কি নেই। তাই কলা চালে আগ্রহ বাড়ছে চাষীদের।  

কৃষি বিভাগ বলছে, সুষম সার ব্যবহার করায় জেলায় কলার ফলন বেড়েছে।

স্থানীয় কৃষকরা বলছেন, কলা চাষে কৃষি বিভাগ প্রশিক্ষণের ব্যবস্থা করলে তারা আরো লাভবান হবেন।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি