ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

‘জারা ভাবী’ স্লোগান নিয়ে রাজবাড়ীতে আলোড়ন

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩০, ২১ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় একটি ব্যতিক্রমী স্লোগান “জারা ভাবী, জারা ভাবী” ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই স্লোগান শোনামাত্রই অনেকের মনে প্রশ্ন জেগেছে: কে এই জারা ভাবী? কীভাবে তিনি রাজবাড়ীর ভাবী হলেন? কোথায় তার শ্বশুরবাড়ি?

গত ১৭ জুলাই রাজবাড়ীতে অনুষ্ঠিত হয় এনসিপি’র পদযাত্রা। ওই পদযাত্রায় যোগ দিতে রাজবাড়ী আসার আগে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন ডা. তাসনিম জারা। সেখানে তিনি লেখেন- “রাজবাড়ী আমার শ্বশুরবাড়ি, মানে আমারও বাড়ি। ঢাকার পরে এখানেই আমার সবচেয়ে বেশি স্মৃতি জমে আছে। পদ্মায় নৌকা থেকে ইলিশ কিনেছি, বরাট বাজার থেকে গোদার বাজার ঘুরেছি মোটরসাইকেলে, দৌলতদিয়া থেকে কিনেছি নদীর টাটকা মাছ। এবার ফিরছি আরেক রকম ভালোবাসা নিয়ে।”

এই লেখার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে বাড়তে থাকে কৌতূহল।

সরেজমিন অনুসন্ধানে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া গ্রামের সন্তান খালেদ সাইফুল্লাহর সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছেন ডা. তাসনিম জারা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তাদের পরিচয় হয় এবং পরে পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।

কে এই খালেদ সাইফুল্লাহ? জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ রাজবাড়ীর উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পাচ্ছেন। পদযাত্রার মঞ্চ থেকে তাকে রাজবাড়ীর ভবিষ্যৎ রাজনীতির কান্ডারী হিসেবেও ঘোষণা দেওয়া হয়।

তার বাবা মো. আলাউদ্দিন প্রামাণিক জানান, চার ভাইয়ের মধ্যে খালেদ তৃতীয়। বাড়ির পাশের ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিমে গোল্ডেন জিপিএ অর্জনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা করেন। এরপর স্কলারশিপ নিয়ে যান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে।

খালেদ সাইফুল্লাহর পিতা বলেন, “আমার পুত্রবধু তাসনিম জারা খুবই সহজ-সরল, ভদ্র ও মানবিক গুণসম্পন্ন। তার আচরণে আমরা মুগ্ধ। ও নদীর পাঙ্গাশ মাছ খুব পছন্দ করে, যেমনটা করে আমার ছেলে।”

তিনি আরও বলেন, খালেদ ও তাসনিম জারা দু’জনেই বিদেশের চাকরি ছেড়ে দেশের জন্য কাজ করতে ফিরেছেন। এতে তিনি গর্ব অনুভব করেন এবং তাদের সফলতা কামনা করেন।

উল্লেখ্য, রাজবাড়ীতে “জারা ভাবী” এখন শুধু একটি স্লোগান নয়, একপ্রকার আবেগের নাম হয়ে উঠেছে। রাজনৈতিক পদযাত্রার বাইরে, এই দম্পতির সাধারণ জীবনযাপন, শিকড়ের প্রতি ভালোবাসা এবং মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার স্থানীয়দের হৃদয়ে জায়গা করে নিচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি