ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

জিডিপি বেড়ে ৭.৮৬ শতাংশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩১, ১৮ সেপ্টেম্বর ২০১৮

গত অর্থবছরে মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধি (জিডিপি) অর্জিত হয়েছে ৭ দশমিক ৮৬ শতাংশ, যা লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে। জিডিপি প্রাথমিক হিসেবে ছিল ৭ দশমিক ৬৫ শতাংশ।

জিডিপির এ চূড়ান্ত হিসাবটি আজ মঙ্গলবার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হয়েছে। বৈঠকে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকে জানানো হয়, জিডিপির এ প্রবৃদ্ধি অর্জন গত অর্থবছরের বাজেটে নেওয়া লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৪ শতাংশের চেয়েও বেশি। সেই সঙ্গে বেড়েছে মাথাপিছু আয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) চূড়ান্ত হিসাবেও এই চিত্র উঠে এসেছে।

প্রসঙ্গত গত কয়েক বছর ধরেই জিডিপির প্রবৃদ্ধি ৭ শতাংশকে ছাড়িয়ে যাচ্ছে। যা বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির পথে অগ্রযাত্রার প্রমাণ দেয়। এর উপর ভর করেই বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি