ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

জিন তাড়াতে যুবককে পিটিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪০, ২৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ফেনীর ফুলগাজীতে জিন তাড়াতে আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে কথিত জিন হুজুর বলে জানা গেছে বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জিন হুজুর শহীদ উল্লাহকে আটক করে পুলিশে দিয়েছেন।

দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন পরশুরাম উপজেলার গুথুমা গ্রামের কালাচান মজুমদারের ছেলে আলমগীর হোসেন। বৃহস্পতিবার ফের অসুস্থ হয়ে পড়লে তাকে পার্শ্ববর্তী উপজেলা ফুলগাজীর শ্রীপুর গ্রামের কথিত জিন হুজুর শহীদ উল্লাহর কাছে নেওয়া হয়। জিন তাড়াতে আলমগীরকে গাছের ডাল দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে শহীদ উল্লাহ। তাকে উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণ করেন।

খবর পেয়ে ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার কিসিঞ্জার চাকমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরা আজিজ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী জামাল স্বাস্থ্য কমপ্লেক্সে আলমগীর হোসেনের লাশ দেখতে যান।

ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) পান্না লাল বড়ুয়া জানান, জিন হুজুর শহীদ উল্লাহকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি