ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

জুনস-প্রিয়াঙ্কার প্রেমের গুঞ্জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৭, ৪ জুন ২০১৮ | আপডেট: ১৪:৪৭, ৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

মার্কিন গায়ক নিক জোনস ও বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার প্রেমের গুঞ্জন বাতাসে চাউর হয়েছে। গত কয়েকদিন ধরেই তাদের একসঙ্গে ঘুরতে দেখা গেছে। শুধু তাই নয়, পরস্পরের ইনস্টাগ্রামে দারুণ প্রতিক্রিয়া দেখাচ্ছেন এ দুই তারকা। এতেই তাদের প্রেমের গুঞ্জনকে সত্য বলে ধরে নিচ্ছেন ভক্তরা।

সাবেক বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে কয়েকদিনের জন্য অবকাশ যাপনে বেরিয়েছেন। হলিউড সিরিজ কোয়ান্টিকোতে অভিনয়ের পর বর্তমানে হলিউড ইন্ড্রাস্ট্রিতেও কাজ করছেন প্রিয়াঙ্কা। সেখানেই জোনসের সঙ্গে মন দেওয়া নেওয়া করেছেন বলিউডের এ রানী। বর্তমানে তারা বিদেশে অবকাশ যাপন করছেন বলেও খবর বেরিয়েছে। ইতোমধ্যে পশ্চিম হলিউডে তারা রাত্রি যাপন করেছেন বলেও গুজব রটেছে।

এদিকে আকাশে-বাতাসে তাদের প্রেমের গুঞ্জন চাউর হলেও এখনও পর্যন্ত প্রেমের কথা স্বীকার করেনি কেউ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের দুজনকে একটি রেস্টুরেন্টে একসঙ্গে ঢুকতে দেখা গেছে। তারা একসঙ্গে জাপানি বার্গারসহ একই পদের নানা আইটেম খেয়েছেন বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।
তারা দুজনই হাত ধরাধরি করে হাসছিলেন বলেও ওই প্রত্যক্ষদর্শী ইটিওকে নিশ্চিত করেছে।

সূত্র: জি নিউজ
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি