ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

জেনে নিন আপনি কোন কেন্দ্রের ভোটার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৯, ২৭ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৭:৪১, ২৭ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আগামী রোববার অনুষ্ঠিত হবে।  এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।     

দেশের যে প্রান্তেই আপনি ভোটার হননা কেন সহজেই জেনে নিতে পারেন আপনি কোন কেন্দ্রে ভোট দিতে পারবেন। সারাদেশে এবার ৩০০টি আসনে ১০ কোটির বেশি ভোটার ভোট প্রদান করবেন।      

প্রথম ধাপ   

অনলাইনে ভোট কেন্দ্রের তথ্য জানতে প্রথমেই services.nidw.gov.bd/voter_center এই ঠিকানায় প্রবেশ করুন।

দ্বিতীয় ধাপ   

নির্ধারিত ফরমের প্রথম বক্সে জাতীয় পরিচয়পত্রের নাম্বার লিখুন। জাতীয় পরিচয়পত্র না থাকলে ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নাম্বার লিখুন। দ্বিতীয় বক্সে আপনার জন্ম তারিখ লিখুন। এরপর ক্যাপচায় দেখানো ইংরেজি বর্ণ ও সংখ্যা গুলো তৃতীয় বক্সে লিখে ‘ভোটার তথ্য দেখুন’ ট্যাবে ক্লিক করুন।

সঠিক ভাবে সব তথ্য দিয়ে ফরমটি পূরণ করে সাবমিট করার পর ফরমের নিচেই আপনার ভোটার এলাকা, ভোটার নম্বর, ক্রমিক নম্বর, ভোট কেন্দ্র ও এনআইডি নাম্বার দেখতে পাবেন।   

এসি 
      


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি