ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

জেনেভার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন রাষ্ট্রপতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৯, ২২ অক্টোবর ২০১৮

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুইজারল্যান্ডের জেনেভার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বিনিয়োগ ও নিরাপত্তা বিষয়ে দুইটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তার এই সফর।
২১ অক্টোবর, রবিবার দিবাগত রাত ১টা ৪০মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী অ্যামিরেটস এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
সুইজারল্যান্ডের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০মিনিটের দিকে ফ্লাইটটি জেনেভার কোয়েট্রিন বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

সফরকালে রাষ্ট্রপতি ২০তম ‘গ্লোবাল লিডারস ইনভেস্টমেন্ট সামিট’ ও ‘হোম ল্যান্ড অ্যান্ড গ্লোবাল সিকিউরিটি ফোরাম’-এর ২০তম বার্ষিক অধিবেশনে যোগ দেবেন।
এবার ২২ থেকে ২৬ অক্টোবর আয়োজিত ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরাম-২০১৮-এ যোগ দেওয়ার জন্য ১৬০ দেশের পাঁচ হাজারের বেশি অংশগ্রহণকারী জেনেভায় মিলিত হবেন।
হোম ল্যান্ড অ্যান্ড গ্লোবাল সিকিউরিটি ফোরামের ২০তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে ২৪ থেকে ২৭ অক্টোবর। পাঁচ দিনের জেনেভা সফর শেষে ২৭ অক্টোবর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

সূত্র : ইউএনবি

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি