ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

জেনেভায় বৈঠকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের দুর্দশা নিয়ে আলোচনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৬, ২৬ মার্চ ২০২৪ | আপডেট: ২৩:১৩, ২৭ মার্চ ২০২৪

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সংখ্যালঘু জনগোষ্ঠী যে চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হচ্ছে, সে বিষয়ে সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনা করেছে ‘ন্যাশনাল ইকুয়ালিটি পার্টি জম্মু কাশ্মীর, গিলগিট বাল্টিস্তান ও লাদাখ’ (এনইপি-জেকেজিবিএল)। গত ২২ মার্চ জেনেভাতে প্যালাইস ডেস নেশনসে এক সাইডলাইনে তারা বিষয়গুলো তুলে ধরেন।

ওই অনুষ্ঠানে আলোচকদের মধ্যে ছিলেন অধ্যাপক নিকোলাস লেভরাট, কনস্ট্যান্টিন বোগদানোস, সেঞ্জে সেরিং, হামফ্রে হকসলে, সাজ্জাদ রাজা ও জোসেফ চংসি। গ্রীক রাজনীতিবিদ বোগদানোস কাশ্মীরের বিষয়ে পাকিস্তানের নীতির তীব্র সমালোচনা করেন। বিশেষ করে ওই অঞ্চলে সংখ্যালঘুদের প্রতি আচরণ ও সামরিক তৎপরতা নিয়ে সমালোচনার পাশাপাশি সংকট মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

কাশ্মীরে রাজনৈতিক দমনের ইঙ্গিত করেন, যাকে আতঙ্কজনক বলছেন তিনি। গিলগিট-বাল্টিস্তানের সেঞ্জে সেরিং সেখানকার পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, অর্থনৈতিক সমৃদ্ধি সত্ত্বেও স্থানীয় জনগণ দারিদ্র্য, অপর্যাপ্ত অবকাঠামো এবং খাদ্য নিরাপত্তা ঝুঁকির সঙ্গে লড়ছে। ওই এলাকার সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার সাংবিধানিক অধিকার ও প্রতিনিধিত্বের অভাবের নিন্দা জানান তিনি।

অধ্যাপক লেভরাট সকল নাগরিকের সমান অধিকারের কথা জানিয়ে এনজিও ও সুশীল সমাজের একসঙ্গে সরকারের সঙ্গে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। অপরদিকে হকসলে নিপীড়নের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিরোধের পক্ষে কথা বলেন। পাকিস্তানের ওই অঞ্চলগুলোতে জরুরী উন্নয়নের আহ্বান জানান।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি