ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

জেলা হাসপাতালের ৪০ শতাংশ চিকিৎসকই অনুপস্থিত : দুদক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৬, ২১ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

দেশের ১০টি জেলা হাসপাতালে ৪০ শতাংশ চিকিৎসকই অনুপস্থিত পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বেশকিছু দিন থেকেই চিকিৎসকদের লক্ষ্যনীয় অনুপস্থিতি রেকর্ড করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার সকালে এ অভিযানের পর দুদকের সেগুনবাগিচার কার্যালয়ে ব্রিফিং করে গণমাধ্যমকে এ কথা জানান সংস্থার মহাপরিচালক (ডিজি) মুনীর চৌধুরী। আজ দেশের ১০টি জেলার হাসপাতালে আকস্মিক অভিযান চালিয়ে এ তথ্য জানিয়েছে দুদক। এ সময় হাসপাতালগুলোতে ৪০ শতাংশ চিকিৎসককেই অনুপস্থিত পাওয়া যায়।

ডিজি মুনীর চৌধুরী জানান, ১০টি জেলায় হাসপাতালে দুদক অভিযান চালিয়েছে। এসব হাসপাতালের ২৩০ ডাক্তারের মধ্যে মাত্র ৯২ জন উপস্থিত ছিলেন। ৪০ শতাংশই অনুপস্থিত। এ সময় ভবিষ্যতে এ ধরনের আরো অভিযান চলবে এবং এ সংক্রান্ত যে কোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন দুদক ডিজি।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি