ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

জেলাপরিষদের প্রশাসকরা পদত্যাগ করে নির্বাচনে অংশ নিতে পারবেন

প্রকাশিত : ১৮:২০, ৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:২০, ৩ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

পদে থেকে নয়, বরং পদত্যাগ করে, তবেই নির্বাচনে অংশ নিতে পারবেন জেলাপরিষদের প্রশাসকরা। এমন এমন, বিধান রেখে ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০১৬ কে আইন আকারে জারি করেছে মন্ত্রীসভা সচিবালয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠকে এ আইনটি জারি হয়।  এটি ছাড়াও ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) অধ্যাদেশটিও  কোন পরিবর্তন ছাড়াই আইন আকারে জারি করা হয়েছে। বৈঠকে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী’র প্ল্যানেট ৫০:৫০ এবং এজেন্ট অফ চেঞ্জ পুরষ্কার পাওয়া এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের ‘আইসিটি ফর ডেভলাপমেন্ট অ্যাওয়ার্ড’ পাওয়ায় অভিনন্দন জানিয়েছে মন্ত্রী সভা। অন্যদিকে, টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানা’র দূঘটনা এবং সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে দুটি শোক প্রস্তাব গ্রহন করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি