ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

জয়পুরহাটে গুলিবিদ্ধ হয়ে বিজিবি সদস্য নিহত

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৬, ১৮ নভেম্বর ২০২২ | আপডেট: ১৮:০৯, ১৮ নভেম্বর ২০২২

বিজিবি সদস্য নেপাল চন্দ্র দাস

বিজিবি সদস্য নেপাল চন্দ্র দাস

Ekushey Television Ltd.

জয়পুরহাটে গুলিবিদ্ধ হয়ে নেপাল চন্দ্র দাস নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে পাঁচবিবি বিশেষ ক্যাম্পে সংঘঠিত এ ঘটনায় ময়নাতদন্ত শেষে শুক্রবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তার লাশ বিজিবি ক্যাম্পে নেয়া হয়।

নিহত বিজিবি সদস্য নেপাল চন্দ্র দাস ফরিদপুরের মধুখালী উপজেলার মেঘচামী গ্রামের নারায়ণ দাসের ছেলে। তার মৃত্যুতে মুখ খোলেননি বিজিবির কেউই।

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ১০টা ৩৩ মিনিটে নেপাল চন্দ্র নামে বিজিবি-২০ জয়পুরহাট ব্যাটালিয়নের এক সদস্যকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। ময়নাতদন্তে নিহতের বুকে এবং হাতে গুলি লাগার চিহ্ন পাওয়া গেছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিজিবির সিপাহী নেপাল চন্দ্র দাস পাঁচবিবি বিশেষ ক্যাম্পে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাতে ডিউটিরত অবস্থায় দুই সদস্যের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে নেপাল চন্দ্র দাস গুলিবিদ্ধ হন। বিজিবি সদস্যরা দ্রুত তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। জরুরি বিভাগের চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। 

তবে, কী কারণে নেপাল চন্দ্রসহ দুই সিপাহীর মধ্যে তর্কাতর্কি হয়েছিল, যা গুলির ঘটনায় গড়ায়, সেটি নিশ্চিত করতে পারেনি সূত্রটি।

জয়পুরহাট সদর থানার ভাররপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল জানান, বিজিবির পোশাক পরিহিত অবস্থায় এক ব্যক্তির লাশ হাসপাতালে আনা হয়েছে বলে খবর পেয়ে সেখানে গিয়েছিলাম। ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। লাশের বুকে গুলির চিহ্ন রয়েছে। লাশের সুরহতাল প্রতিবেদন করা হয়েছে।

তবে এ বিষয়ে জানতে চাইলে কোনও কথা বলতে রাজি হননি ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রফিকুল ইসলাম।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি