ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

জয়পুরহাটে ১২ মাদকসেবী আটক

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৫, ১৪ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

জয়পুরহাটে র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ১২ মাদকসেবীকে আটক করেছেন।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে র‌্যাব সদস্যরা জয়পুরহাট শহরের সুগার মিল সংলগ্ন তাজুর মোড় এলাকায় এ অভিযান চালায়।

আটককৃতরা হলেন- আব্দুস সামাদ (৫৪), রবিউল ইসলাম (৪০), দোলন হোসেন (৪৭), আঃ জলিল (৬৩), হাফিজুল ইসলাম (৪৫), সাইফুল ইসলাম, (৩৮), মিজানুর রহমান (৪২), খোরশেদ আলম (২০), কিয়াম আলী(৪০), মতিউর রহমান(৩৬), জাহাঙ্গির আলম (৩৫), আলম শেখ (৫০)।

র‌্যাব-৫ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মোস্তফা জামান ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. মাসুদ রানা জানান, আটককৃতদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (৫) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি