ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ঝালকাঠিতে বাস শ্রমিকদের হামলায় নারী ও শিশুসহ আহত ৩

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৭, ৮ অক্টোবর ২০২০

ঝালকাঠিতে ভাড়া নিয়ে গন্তব্যে পৌঁছে না দেয়ার প্রতিবাদ করায় বাসচালক ও হেল্পারের হামলায় আহত হয়েছেন স্বামী ও শিশু সন্তানসহ এক নারী। হামলায় আহত মমতাজ বেগম তার স্বামী আব্দুল হক ও তাদের শিশু সন্তান কাওছারকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।

আহতরা জানান, বৃহস্পতিবার সকালে বরিশাল রুপাতলী বাসস্ট্যান্ড থেকে শাপলা-শালুক নামের বাসের হেল্পার রাজাপুরে পৌঁছে দেয়ার কথা বলে তাদেরকে গাড়িতে তোলেন। পরে তাদেরকে রাজাপুরে না নিয়ে পথিমধ্যে ঝালকাঠি পেট্রলপাম্প মোড়ে নামতে বলা হয়। এর প্রতিবাদ করলে চালক ওই নারী যাত্রীকে লাথি মেরে বাস থেকে ফেলে দেন। এসময় ওই নারীর স্বামী ও সন্তান এগিয়ে এলে তাদের উপরও হামলা চালিয়ে আহত করে বাসের চালক ও হেল্পার।  

এ ঘটনায় ওই বাসটিকে লাইন থেকে সরিয়ে নেয়া হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ঝালকাঠি বাস মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ।

আরকে//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি