ঢাকা, রবিবার   ২৫ জানুয়ারি ২০২৬

ঝিনাইদহে একজনকে কুপিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩২, ৫ অক্টোবর ২০১৮ | আপডেট: ১১:৫২, ৫ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ঝিনাইদহ সদরে মনিরুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে সদরের যাদবপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনিরুল দক্ষিণপাড়া গ্রামে গ্রামের নাজির বিশ্বাসের ছেলে বলে জানা গেছে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন।

ওসি মহসীন হোসেন জানান, বৃহস্পতিবার রাতে মনিরুল বাড়ির পাশের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় কে বা কারা তাকে ডেকে পাশের মাঠে নিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে মনিরুলের চিৎকার শুনে পরিবারের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকণ্ডের কারণ জানা যায়নি। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি