ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

ঝিনাইদহে ‘মাদক ব্যবসায়ী’র গুলিবিদ্ধ লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৭, ২৭ মে ২০১৮ | আপডেট: ০৯:৪৩, ২৭ মে ২০১৮

Ekushey Television Ltd.

ঝিনাইদহের শৈলকুপায় এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ভোররাতে শৈলকুপার বড়দাহ জামতলা নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, নিহত যুবকের নাম লিটন হোসেন। লিটন মাদক ব্যবসায়ী ছিলেন। মাদকের টাকা ভাগাভাগি নিয়ে রাতে জামতলায় দু’দল মাদক ব্যবসায়ীদের গুলি বিনিময় হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লিটন হোসেনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এসময় উদ্ধার করা হয়েছে একটি দেশি ওয়ান শুট্যার গান, ৪ রাউন্ড গুলি ৪শ` পিস ইয়াবা ও ১০ বোতল ফেন্সিডিল।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি