ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪

মানবতাবিরোধী অপরাধ

ঝিনাইদহে ৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫২, ২৪ নভেম্বর ২০১৯

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ঝিনাইদহ সদরের তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

তারা তিনব্যক্তি হলেন- মো. আব্দুর রশিদ মিয়া (৬৬) ও মো. সাহেব আলী মালিথা (৬৮)। পালাতক এক জনের নাম উল্লেখ করা হয়নি।

রোববার (২৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে তদন্ত প্রতিবেদন চূড়ান্তের কথা জানায় সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান ও জ্যেষ্ঠ কর্মকর্তা এম সানাউল হক। এটি তদন্ত সংস্থার ৭৫তম প্রতিবেদন।

আসামিদের মধ্যে দু’জন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। শিগগিরিই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের কাছে দাখিলের কথা জানিয়েছে তদন্ত সংস্থা।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালের ১৭ জুন অপহরণ করে তারা অনেককে নির্যাতন ও হত্যা করেছেন।
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি