ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ঝুঁকিপূর্ণ ভবনে জামালপুর ফায়ার সার্ভিস (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ১৩ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৭:২৮, ১৩ অক্টোবর ২০১৮

পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ৪ বছর আগে। সেই ঝুঁকিপূর্ণ ভবনে চলছে জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রম। এরই মধ্যে প্রশাসনিক ভবন ও ব্যারাকের ছাদের পলেস্টার খসে পড়ছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা নিয়ে কাজ করতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের।

জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবন এবং ব্যারাক স্থাপিত হয় ১৯৬৪ সালে। ২০১৪ সালের ২৫ মার্চ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

এরিমধ্যে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত হয়েছেন কয়েকজন। যেকোনো মুহূর্তে ভবন ধ্বসে দুর্ঘটনার আশংকা কর্মকর্তা কর্মচারীদের।

কর্মকর্তারা বলছেন, নতুন অবকাঠামো নির্মানের সিদ্ধান্ত হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি

তবে শিগগিরই নতুন ভবন নির্মাণ কাজ শুরুর কথা জানিয়েছে গণপূর্ত অধিদপ্তর ।

জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নতুন ভবন নির্মাণ কাজ শুরু করতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি