ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

টঙ্গীতে আনসার সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫২, ২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

গাজীপুরের টঙ্গীতে জুনায়েদ (২৫) নামে এক আনসার সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে মুরকুনে জাতীয় শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গুদামের একটি বাথরুম থেকে লাশটি উদ্ধার করা হয়। টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত জুনায়েদ জাতীয় শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গুদামে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন বলে জানা যায়। তার বাবার নাম জসীম উদ্দিন।

এসআই আশরাফুল ইসলাম জানান, শনিবার রাতে জুনায়েদ পোশাক পরিহিত অবস্থায় কর্মস্থলে দায়িত্ব পালন করতে যান। মধ‍্যরাতে তিনি প্রকৃতির ডাকে গুদামের বাথরুমে গেলে সেখান থেকে একটি গুলির শব্দ আসে। সহকর্মীরা ছুটে গিয়ে দেখেন জুনায়েদের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে। জুনায়েদ নিজের বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি