ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

টঙ্গীতে সেপটিক ট্যাংকে তিন শ্রমিকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৯, ৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

টঙ্গীতে খৈরতুর পূর্বপাড়া ইউছুফ আলী হাওলাদারের বাড়িতে পানির ট্যাংকে কাজ করতে গিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১২টায় ওই বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শাহীন (২৫), আতিক (৩০) ও ফারুক (৩৫)।

টঙ্গী থানার ওসি মো. কামাল হোসেন মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

স্থানীয় ও পুলিশের তথ্যমতে, প্রথমে এক শ্রমিক সেপটিক ট্যাংকটিতে নামেন, অনেক সময় ধরেও তিনি উঠছিলেন না বলে আরেকজন নামেন, এরপর তৃতীয়জনও নামেন।

পরে তিনজনকে গুরুতর অসুস্থ অবস্থায় সেখান থেকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত হিসেবে ঘোষণা করেন।

এমএইচ/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি