ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

টাঙ্গাইলে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০২, ১৩ জুলাই ২০১৮ | আপডেট: ০৯:০৯, ১৩ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

টাঙ্গাইল সদর উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. আফজাল (৩৫) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনায় র‌্যাবের ২ সদস্য আহত হয়েছেন। টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার ভোরে উপজেলার বেগুনটাল এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব।

নিহত মাদক ব্যবসায়ী আফজাল বেগুনটাল গ্রামের আব্দুল করিমের ছেলে বলে জানা গেছে।

মেজর মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে র‌্যাব সদস্যরা সদর উপজেলার বেগুনটাল এলাকায় অভিযানে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী কয়েকজন মাদক ব্যবসায়ী গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ এক মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি