ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

টাঙ্গাইলে বাসচাপায় ২ ব্যাংক কর্মকর্তা নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ২০:৫১, ২৮ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার করতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দুইজনই জেলার দেলদুয়ার কৃষি ব্যাংকের উপজেলা শাখায় কর্মরত ছিলেন। নিহত আবুল হোসেনের (৪৮) বাড়ি বাসাইল উপজেলার ময়থা গাছ পাড়া ও রেজাউল করিম (৩৫) বাড়ি  নাগরপুর উপজেলায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত দুই ব্যক্তি মোটর সাইকেল যোগে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের করাতি পাড়া বাইপাস এলাকায় রাস্তা পাড় হচ্ছিলেন। একপর্যায়ে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী এস আই পরিবহনের যাত্রীবাহী বাসটি তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

গোড়াই হাইওয়ে থানার এসআই আমিনুল ইসলাম বলেন, নিহতদের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি