ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

টাঙ্গাইলে ৫০ হাজার মানুষ পানিবন্দি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৯, ৯ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় টাঙ্গাইলে ভূয়াপুরের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। উজানের ঢলে যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এ অঞ্চলের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা যায়, শুক্রবার থেকে এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। রোববার সকালে টাঙ্গাইলের নলীন পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের ঢল না থামায় প্রতিদিনই পানি বাড়ছে বলেও জানায় বোর্ড।

সংশ্লিষ্ট সুত্র জানায়, প্লাবিত এলাকার বেশিরভাগ রয়েছে ভুয়াপুর উপজেলার অর্জুনা ও গাবসারা ইউনিয়নে। যমুনার পাড় ঘেঁষা হওয়ায় এসব অঞ্চলের লোকজন পানিবন্দি হয়ে পড়ে।

স্থানীয়রা জানান, গত এক মাস ধরে এ অঞ্চলে যমুনার ভাঙন চলছে। এতে হুমকির মধ্যে পড়েছে টাঙ্গাইল-তারাকান্দি সড়কসহ শতাধিক গ্রামের স্কুল, মাদ্রাসা, কলেজ, হাট-বাজার, মসজিদ, মন্দির।

আর//এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি