ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

টাঙ্গাইলে ৬ ব্যবসায়ীকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৪, ২১ মার্চ ২০২০

টাঙ্গাইল পৌর এলাকার পার্ক বাজার ও ছয়আনী বাজারে পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বেশি নেয়ায় ও পণ্যের দামের তালিকা না টাঙ্গানোর দায়ে ৬ ব্যবসায়ীকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছেন টাঙ্গাইল জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। 

আজ শনিবার সকালে শহরের পার্ক বাজার ও ছয়আনী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি এই অর্থদণ্ডের আদেশ দেন।  

টাঙ্গাইল জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, ‘জাতীয় ভোক্তা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রমের আওতায় পার্ক বাজার ও ছয়আনী বাজার পরিদর্শন করে দ্রব্য মূল্যের তালিকা না থাকায় এবং ব্যবসায়ীরা ক্রয়কৃত মালের তালিকা সংরক্ষণ না করায় ৬ প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি বলেন, ‘বাজার পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে যে কোন অসাধু ব্যবসায়ীর অপতৎপরতা দমন করতে ভোক্তা অধিকার সংরক্ষণের এ কার্যক্রম অব্যহত থাকবে।’

এআই/আরকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি