টেকনাফ থেকে ১লাখ ইয়াবা সহ মিয়ানমারের ২ নাগরিক আটক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১৬:৫৩, ৭ জুন ২০১৭ | আপডেট: ১৮:০৬, ৭ জুন ২০১৭

টেকনাফ থেকে প্রায় এক লাখ পিস ইয়াবা সহ মিয়ানমারের ২ নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা।
ভোরে টেকনাফের দমদমিয়ায় নাফনদীর মোহনায় এ অভিযান চালানো হয়। বিজিবি জানায়, গোপনে খবর পেয়ে বিজিবি’র একটি টহলদল ওই স্থানে অভিযান চালান। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যাওয়ার সময় মিয়ানমারের দুই নাগরিককে আটক করা হয়। জব্দ করা হয় ৯৯ হাজার ৪৫১ টি ইয়াবা। আটক দুই মিয়ানমার নাগরীককে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন