ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮, ২৪ আগস্ট ২০১৮ | আপডেট: ১১:০২, ২৪ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

কক্সবাজারের টেকনাফ উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আজিজুর রহমান আজাদ (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আজিজুর রহমান সাভারের শ্যামপুর এলাকার আনিসুর রহমানের ছেলে।

আজ শুক্রবার ভোরে টেকনাফ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে প্রায় ২০ হাজার ইয়াবা, একটি অগ্নিদগ্ধ মাইক্রোবাস, একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলির খোসা ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিৎ কুমার বড়ুয়া বলেন, টেকনাফ থেকে মাইক্রোবাসে ইয়াবার একটি চালান ঢাকা নেয়া হচ্ছিল। সংবাদ পেয়ে টেকনাফে অস্থায়ী তল্লাশি চৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে র‌্যাব।

একপর্যায়ে একটি মাইক্রোবাস থামানোর নির্দেশ দেয় র‌্যাব। কিন্তু মাইক্রোবাসটি না থামিয়ে চালক র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় র‌্যাবও গুলি ছুড়লে ওই গাড়িতে থাকা আজিজুর রহমান আজাদ নিহত হন। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি