ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

টেকনাফে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২০, ১২ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহতরা মাদক ব্যবসায়ী বলে ধারণা পুলিশের।

শনিবার সকালে উপজেলার হ্নীলা মাঈন উদ্দিন কলেজের পাশ থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি প্রদীপ কুমার দাশ জানান, হ্নীলা মাঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের পাশে লাশ দু’টি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ দু’টি উদ্ধার করে পুলিশ। নিহত দু’জনেরই শরীরে গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটও পাওয়া যায়। তাই ধারণা করা হচ্ছে দু’জনই মাদক ব্যবসায়ী। তাদের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন ওসি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি