ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৩, ২৭ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ইয়াবা উদ্ধার করেছে বিজিবির একটি টহল দল। গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের অবরা-১ সুইচ গেইট এলাকায় তিনটি নৌকায় তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, তল্লাশীর এক পর্যায়ে গত ২৬ সেপ্টেম্বর রাতে টহলদল ০১ টি পুরাতন নৌকায় রক্ষিত মাছ ধরার জালের নিচে একটি প্লাষ্টিকের ব্যাগ দেখতে পায়। এরপর ওই ব্যাগটি খুলে প্রায় দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মুল্য দেড় কোটি টাকা।

জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি