ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

ট্রাইব্যুনালে হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ বিএনপির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৪, ১৩ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি বেনজির আহমেদসহ ১৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছে বিএনপি।

রোববার (১৩ জুলাই) দুপুরে ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে চিফ প্রসিকিউটরের কাছে এ অভিযোগ দায়ের করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও তথ্য সেলের সমন্বয়ক সালাহউদ্দিন খান।

এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আশ্বস্ত করেন, তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

২০১৯ থেকে সরকার পতনের আগ পর্যন্ত সংগঠিত ১১টি গুমের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী হাসিনাসহ তৎকালীন সরকারের শীর্ষ পদে থাকা ১৬ জনের জড়িত থাকার অভিযোগ জানানো হয়েছে।

শুধু বিএনপি করার অপরাধে তাদের বিগত সরকারের সময় নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি