ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

ঠাকুরগাঁওয়ে এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:১৫, ২২ জানুয়ারি ২০২০

ঠাকুরগাঁও জেলায় শীতের প্রকোপ বেড়েই চলছে। এতে দুর্ভোগসহ কষ্টে পড়েছেন সকল বৃদ্ধ, শিশুসহ সকল বয়সের মানুষজন। আর এই শীতের একটু কষ্ট ভাগাভাগি করে নিতে বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ে এতিমখানার শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছেন পুলিশ সুপার মনিরুজ্জামান।
 
সদর উপজেলার সালন্দর ইউনিয়নে ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় বিশ্ব ইসলাম মিশন এতিমখানার শতাধিক এতিম শিশুর মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম, স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব আলম মুকুল সহ মাদরাসার কর্তৃপক্ষ ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

কেআই/এসি
 
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি