ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ঠাকুরগাঁওয়ে গরু-ছাগলসহ আগুনে পুড়ল ছয় পরিবারের ১৫ ঘর

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৮, ৪ আগস্ট ২০২১

ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে গৃহপালিত পশুসহ ৬টি পরিবারের ১৫টি ঘর পুড়ে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের লোকজন।বুধবার ভোর রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া কবিরাজপাড়া গ্রামে ফয়জুল ইসলামের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সর্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ৭টি গরু, ৭টি ছাগল, ২০ মণ মরিচ, ধান-চাল, কাপড়, ঘর সব পুড়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘর-বাড়ি হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন বর্তমান খোলা আকাশের নিচে বসবাস করছেন।

ফায়ার সার্ভিসের ধারণা, বইজুলের ছেলে মাজেদুল ইসলামের রান্নার ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই আগুনের সূত্রপাত হলে দ্রুত তা আশপাশে তা ছড়িয়ে পড়ে।  

স্থানীয়রা জানায়, রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে ভোররাতে হঠাৎ করেই আগুন লেগে যায়। এক মুহুর্তের মধ্যে আগুনটি রবিউল, কামরুল, মখলেসুর ও আলমের বাড়িতে ছড়িয়ে পড়লে সব পুড়ে যায়। 
        
এ বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়।
কেআই// 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি