ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

ঠাকুরগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৭, ২৭ মে ২০১৮ | আপডেট: ১১:১৭, ২৭ মে ২০১৮

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রফিকুল ইসলাম ওরফে তালেবান (৫৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। রানীশংকৈল থানার ওসি আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রোববার ভোরে উপজেলার ভৌরনিয়া মীরডাঙ্গী এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।

নিহত রফিকুলের বাড়ি উপজেলার ভৌরনিয়া গ্রামে বলে জানা গেছে। তার বিরুদ্ধে মাদক আইনে ২০টিরও বেশি মামলা রয়েছে বলে জানান ওসি।

ওসি আবদুল মান্নান জানান, রোববার ভোরে পুলিশ ভৌরনিয়া মীরডাঙ্গী এলাকায় মাদকবিরোধী অভিযানে গেলে রফিকুল ও তার লোকজন পুলিশের ওপর হামলা চালান। এ সময় পুলিশ গুলি ছুড়তে বাধ্য হয়। এতে রফিকুল নিহত হন এবং বাকিরা পালিয়ে যান।

একে//

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি