ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ঠাকুরগাঁওয়ে সপ্তাহজুড়ে বইমেলা উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২২:০৫, ১৫ ফেব্রুয়ারি ২০২০

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে শনিবার থেকে সাত দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। 

'বইয়ের জানালায় অজানা আকাশ ছোয়া যায়' এই শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন আয়োজিত শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড়মাঠে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শনিবার বিকেলে রঙিন বেলুন উড়িয়ে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।

অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, অতিরিক্ত পুলিশ সুপার আবু তাহের আব্দুল্লাহ, সদর উপজেলা চেয়ারম্যান এড. অরুনাংশু দত্ত টিটো, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মনতোষ কুমার দে প্রমুখ ।  

এসময় অতিথিগণ স্থানীয় ছয়জন লেখকের লেখা নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন।  সাত দিনের এ মেলায় বিভিন্ন লেখকের বই নিয়ে ২২টি স্টল বসেছে। এছাড়া মেলার মঞ্চে প্রতিদিন সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। 

কেআই/আরকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি